Some Bio-Chemical information
১. ২১টি মৌলের ক্ষেত্রে মৌলের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে।
২. একটি সুস্থ যকৃত প্রতিদিন প্রায় ৭২০ লিটার রক্ত পরিশোধিত করে।
৩. সকল মৌলের মধ্যে He এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম (4.2K)
৪. F2 হালকা হলুদ ও Cl2 সবুজাভ গ্যাস, Br2 লাল তরল এবং I2 বেগুনি বর্ণের কেলাসিত পদার্থ।
৫. ক্ষার ধাতুর মধ্যে Li এর সক্রিয়তা সবচেয়ে কম এবং Cs সবচেয়ে বেশি সক্রিয় স্থায়ী ক্ষার ধাতু।
৬. দেহে জীবাণু প্রবেশ করলে মেমোরী কোষ তৈরি হয় যা জীবাণুকে চিনে রাখে।
৭. মানবদেহের সবচেয়ে বড় অস্থি ফিমার (পায়ে অবস্থিত) এবং সবচেয়ে ক্ষুদ্র অস্থি স্টেপিস (কানে অবস্থিত)।
Comments
Post a Comment