নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা ২০২৩ প্রশ্ন

  নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা- ২০২৩ (১৮-০৮-২৩)

সেট - c
[১-৩৪ পর্যন্ত প্রশ্নের মান ১ ও ৩৫ নং প্রশ্নের মান ৫। 
সময় ৪০ মিনিট]

১. প্রকৃত উপসেট কাকে বলে?
২. a+ ar+ar+....  অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকার শর্ত কী?

৩. কার্তেসীয় গুণজ সেট কাকে বলে?
৪. লগারিদম বলতে কী বুঝ?
৫. ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ লিখ।
৬. একটি স্ক্রু- গজের প্রধান স্কেলের 0 দাগের সাথে  বৃত্তাকার স্কেলের 5 নং দাগ মিলে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একভাগের দৈর্ঘ্য 0.5 mm ও বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 50 হলে যান্ত্রিক ত্রুটি কত?
৭. একটি ঘনকের একবাহুর দৈর্ঘ্য 2 cm। এর ঘনত্ব 6600 kgm-3 হলে একে পানিতে নিমজ্জিত করলে আপাত ভর কত পাওয়া যাবে?
৮. পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন শতকরা কত হ্রাস পাবে?
৯. পরিবাহকত্ব ও আপেক্ষিক রোধের সম্পর্ক দেখাও।
১০. মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালির প্রাচীরে কোন টিস্যু পাওয়া যায়?
১১. ডিম্বাশয় থেকে নি:সৃত দুটি হরমোনের নাম লিখ।
১২. 2 g Nতে কতটি N পরমাণু আছে?
১৩. বৃত্তকলা কাকে বলে?
১৪. Michael Madhusudan Dutt wrote the first Bangla _____ Meghnad- badh- kabya. 
 ১৫. The indiscriminate use of antibiotics may cause future crisis. Here the underlined word is a/an ___.( parts of speech)
১৬. We started our work early in the morning. Here 'early' is a/an___.( parts of speech)
১৭. মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগদান করেন?
১৮. 'আরণ্যক ' উপন্যাসটি কে রচনা করেন?
১৯. একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a,b,c হলে এর বৃহত্তম কর্ণের মান কত?
২০. আংশিক পাতন কলামের সবচেয়ে নিচের অংশে কী পাওয়া যায়?
২১. That he is a teacher is wrong. Which clause is it?
২২. 1 mg ভরের একটি বৃষ্টির ফোটা সমবেগে পড়ছে। এর উপর নিট বল কত?
২৩. নাইলন 6:6 এর সংকেত লিখ।
২৪. য্ ও ব্ কোন ধ্বনি?
২৫. ডিমের কুসুমে ____ থাকলেও সাদা অংশে তা থাকে না। 
২৬. loga p x logp q x logq r x logr b=?

২৭.  CH4 + xO2 → CO2 + 2H2 O

C6 H12 O6 + yO2 → 6CO2 + 6H2 O

হলে (x,y) =? 
২৮. This is a tastyvanilla cake. Here 'tasty' modifies___?
২৯.সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাস কোনটি?
৩০.CH2Cl+ Cl2 --(UV)--->? 
৩১. সংযুক্ত কোণ কাকে বলে?
----------------(৩২-৩৪ প্রশ্ন গুলো missing)------------
৩৫. ভাব সম্প্রসারণ কর: 
                        বিদ্যা সহজ, শিক্ষা কঠিন
                      বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে




Comments

popular posts

Watch all Ben 10 full episodes

Easily change your photo background and enhance quality